♥️অস্কার পুরস্কার♥️

একাডেমি পুরস্কার (ইংরেজি: Academy Award) বা অস্কার (Oscar) হলো একাডেমি অফ মোশন পিকচার আর্টস এন্ড সায়েন্সেস (AMPAS) কর্তৃক প্রদত্ত একটি বার্ষিক পুরস্কার, যেখানে রূপালি জগতের অসাধারণ পেশাদার যেমন পরিচালক, অভিনেতা, এবং লেখকদের কাজকে সম্মানে ভূষিত করা হয়। যে আনুষ্ঠানিক পর্বের মাধ্যমে পুরষ্কারগুলো প্রদান করা হয় তা পৃথিবীর সেরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানের দলভুক্ত। তাছাড়া এটি গণমাধ্যমের সবচেয়ে পুরনো পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সারা বিশ্বে সর্বাধিক সংখ্যক মানুষ এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি উপভোগ করে থাকেন। একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার প্রদান হয়। ২০০১ খ্রিষ্টাব্দ থেকে ২০১২ পর্যন্ত হলিউডের কোডাক থিয়েটারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ২০১৩ খ্রিষ্টাব্দ থেকে লস অ্যাঞ্জেলেসের নকিয়া থিয়েটারে অস্কার প্রদান অনুষ্ঠিত হবে মর্মে সিদ্ধান্ত হয়েছে।
পুরস্কারের প্রথম বছরে, ট্রফিকে একাডেমি আ্যওয়ার্ড অফ মেরিট নামে প্রদান করা হয়। অস্কার নামের উৎপত্তি স্পষ্ট নয়। তবে এটি নিশ্চিত যে, ১৯৩১ সালে এই নামটি সর্বপ্রথম ব্যবহার করা হয়েছিল।একাডেমির সাবেক বোর্ড সচিব মার্গারেট হেরিক বলেন, “সে আমার চাচা অস্কারের মত দেখাচ্ছে!”। বেটি ডেভিস বলেছিলেন যে এটি তার প্রথম স্বামী হার্মন “অস্কার” নেলসনের মত দেখতে। চলচ্চিত্রের কলাম লেখক সিডনি স্কলস্কি দাবি করেন যে, তিনি অস্কার নাম প্রদানকারী।

যদিও “অস্কার” নামটি মূর্তির সরকারী নাম নয়। কিন্তু এটি ডাকনাম হিসেবে ট্রেডমার্ক সুরক্ষিত।

মূর্তি প্রায় সাড়ে ১৩ ইঞ্চি লম্বা এবং প্রায় সাড়ে আট ৮ পাউন্ড ওজনের।

ধন্যবাদ

আফসানা দীপা

Leave a Comment