❣️খান একাডেমি ❣️

আসসালামু আলাইকুম SA creation এর সকল সদস্যদের। পড়াশোনার বিকল্প শুধু পড়াশোনা। প্রেজেন্টেশন পোস্ট গুলো তৈরি করতে গিয়ে অনেক নতুন বিষয় সম্পর্কে জানতে পারছি। আজকের টপিক খান একাডেমি।

খান একাডেমি (ইংরেজি: Khan Academy) একটি মার্কিন অলাভজনক শিক্ষাপ্রতিষ্ঠান। বাংলাদেশি বংশোদ্ভূত সালমান খানের হাতে ২০০৮ সালে প্রতিষ্ঠিত এই সংস্থা প্রতিষ্ঠালগ্ন থেকে “সকলের জন্য, সব জায়গায় বিনামূল্যে বিশ্বমানের শিক্ষাদান” স্লোগানে কাজ করে আসছে।

কীভাবে ইন্টারনেটকে কাজে লাগিয়ে শিক্ষা সহায়ক পাটাতন (platform) গড়ে তোলা যায়, এই চিন্তা থেকেই খান একাডেমির যাত্রা শুরু। এই প্রচেষ্টার অংশ হিসেবে এ পর্যন্ত একাডেমির নিজের ওয়েবসাইট ও ইউটিউবের মাধ্যমে বিভিন্ন বিষয়ের উপর প্রায় ৩১০০ এর বেশি ভিডিও টিউটোরিয়াল নির্মাণ করেছে প্রতিষ্ঠানটি , যার সবকিছু বিশ্বজুড়ে যে কারো জন্য মুক্তভাবে উপলভ্য। খান একাডেমির ওয়েবসাইটের শুরুর দিকের ভাষা ইংরেজি হলেও বর্তমানে এর আধেয়সমূহ (contents) এসপানঞল, পর্তুগিজ, ইতালিয়ানো, রুস্কি, তুর্কি, ফরাসি, বাংলা এবং হিন্দি সহ ৪৯টি ভাষায়ও উপলভ্য।

ইউটিউবে সালমান খান একাউন্ট তৈরি করেন ২০০৬ সালের ১৬ই নভেম্বর। খান একাডেমি বিভিন্ন বিষয়ের উপর তিন হাজারের বেশি ভিডিও লেকচার, টিউটোরিয়াল তৈরি করেছে। বিষয়গুলোর মধ্যে আছে বীজগণিত, পাটিগণিত, ইতিহাস, ব্যাংকিং, পদার্থবিজ্ঞানসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা, ভেনচার ক্যাপিটাল, ক্রেডিট ক্রাইসিসের উপর নানা বিষয়ে অসংখ্য ভিডিও। যেকেউ খুব সহজেই যেকোনো সময়ে বিনা পয়সায় তাদের প্রয়োজনীয় বিষয়টি জেনে নিতে পারবেন। প্রথম দিকে সালমান তার অবসর সময়গুলোতে এই ভিডিওগুলো তৈরি করতেন। ২০১০ সালের মে মাস থেকে কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান তার এই প্রকল্পে এগিয়ে আসে। এদের মধ্যে গেটস ফাউন্ডেশন এবং গুগল অন্যতম। কিছু মানুষ ১০০০০ ডলার অনুদান দেয়, অ্যান ও জন ডর অনুদান দেয় ১০০,০০০ ডলার, ওয়েব সাইটের বিজ্ঞাপন থেকে আসত মাসে ২০০০ ডলার। তারপরে ২০১০ সালের সেপ্টেম্বর মাসে গুগল তাদের প্রজেক্ট টেন টু দ্য হান্ড্রেড-এ খান একাডেমিকে ৫টি প্রকল্পের একটি হিসেবে বিজয়ী ঘোষণা করে ও ২ মিলিয়ন ডলার দেয় যাতে খান একাডেমি আরো বেশি কোর্স তৈরি করে ও সারাবিশ্বে জনপ্রিয় ভাষায় সবগুলি লেসন/টিউটোরিয়ালকে অনুবাদ করে। গুগল যখন খান একাডেমিকে ২ মিলিয়ন ডলার পুরস্কার প্রদান করে তখন তাদের ভিডিওর সংখ্যা ছিল ১৬০০।

ধন্যবাদ

Afsana Deepa

Lecturer – Social work

R.S. Ideal College. Kishoreganj

Leave a Comment