অ্যামাজন।
অ্যামাজন হলো যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ইন্টারনেট ভিত্তিক খুচরো বিক্রেতা প্রতিষ্ঠান। বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশে এর কার্যক্রম বিস্তৃত।
জেফ বেজোস নিউ মেক্সিকোতে জন্মগ্রহন করেন। তার পুরো নাম জেফ্রি পেস্ট্রন বেজোস। তিনি তড়িৎ প্রকৌশল এবং কম্পিউটার বিজ্ঞানে বিএসসি ডিগ্রি অর্জন করেন।পেশায় চাকরিজীবী থাকা অবস্থায়ই নিজের ব্যবসাকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে নিজের বাসার গ্যারেজে বর্তমান অ্যামাজন বা ক্যাডবরা ইনক প্রতিষ্ঠা করেন ১৯৯৪ সালের ৫ জুলাই।।
অ্যামাজনের সদর দপ্তর সিয়েটাল, ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র। পুরনো বই বিক্রি দিয়ে ব্যবসা শুরু করলেও বতমানে অ্যামাজনে কি পাওয়া যায় হিসাব না করে কি পাওয়া যায় না তার হিসাব করা সহজ। কারন প্রায় সবকিছুই পাওয়া যায় এ সময়ে। পৃথিবীর যেকোন প্রান্ত থেকে আপনি যে কোন সময় পন্য ক্রয় করতে পারবেন অ্যামাজন থেকে।
অ্যামাকনে বর্তমানে প্রায় ১,০০০,০০০ কর্মী রয়েছে।
অ্যামাজনের ওয়েবসাইট amazon.com
বানিজ্য অঞ্চল বিশ্বব্যাপী।
অ্যামাজনেী পরিষেবা সমূহ হলোঃ
অ্যামাজন ফ্রেশ
অ্যামাজন ওয়েব সার্ভিস
অ্যামাজন এলেক্সা
অ্যামাজন এপস্ট্রোয়ার
অ্যামাজন ড্রাইভ
অ্যামাজন এর পন্য ও সেবাসমূহঃ
১) এনাইন কম ইনক
২) আবেবুকস অ্যামাজন এয়ার
৩) অ্যামাজন ইন্টারনেট
৪) অ্যামাজন বুকস
৫) অ্যামাজন গেইম স্টুডিওস
৬) অ্যামাজন ল্যাব
৭) অ্যামাজন লজিস্টিক ইনক
৮) অ্যামাজন পাবলিশিং
৯) অ্যামাজন রোবোটিক
১০) অ্যামাজন কাম সার্ভিসেস ইনক
১১) অ্যামাজন স্টুডিওস
১২) অ্যামাজন ওয়েব সার্ভিসেস ইনক
১৩) বডি ল্যাবস
১৪) বুক ডিপোজিটরি
১৫) ডিজিটাল ফটোগ্রাফি
১৬) হোল ফুড মার্কেট।
শুরুটা বই ব্যবসায়ী হিসেবে হলেও পরবর্তীতে B2 B এর মাধ্যমে বিস্তৃত হয়েছে ব্যবসা।